সদরপুর ক্যাডেট স্কিম মাদরাসায় কুরআনের সবক
ফরিদপুরের সদরপুরে অবস্থিত সদরপুর ক্যাডেট স্কিম মাদরাসায় পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় সদরপুর-পুখরিয়া সড়কে বাচ্চু খার বাড়ী সংলগ্ন মাদরাসা গৃহে ২য় ও ৩য় শ্রেণির মোট ১৭ জন ছাত্র-ছাত্রীকে পবিত্র কুরআনের প্রথম সবক (পাঠ) প্রদান করা হয়।
সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী আমন্ত্রিত অতিতি হিসেবে এসকল শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সূরা- সূরাতুল ফাতিহা (পূর্ণ) ও ২য় সুরা- সূরাতুল বাকারাহ (প্রথম অংশ) এর পাঠদান করেন।
মাদরাসার পরিচালকদ্বয় মাওলানা মো: সরোয়ার হুসাইন এবং মাওলানা আব্দুর রহমান এর আয়োজনে এ মহতী অনুষ্ঠানে সকল শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও সুধীজন উপস্থিত ছিলেন।
What's Your Reaction?