সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের একমাত্র ছেলের ইন্তেকাল,দাফন সম্পন্ন
![সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের একমাত্র ছেলের ইন্তেকাল,দাফন সম্পন্ন](https://www.kholachokh24.com/uploads/images/202405/image_640x_360_664b4b07a700f.jpg)
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী সদরপুর সরকারি কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় এর একমাত্র ছেলে “কাব্য” ২০ মে ২০২৪, সোমবার সকালে ইন্তকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ২৩ বছর।
বাদ আছর ফরিদপুররস্থ চকবাজার জামে মসজিদে জানাযা শেষে তাকের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
কাব্যের মৃতুত্যে সদরপুর সরকারি কলেজ পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ শোক প্রকাশ করেছেন।
এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কলেজ মসজিদে বিশেষ দুআ করা হয়।
What's Your Reaction?
![like](https://www.kholachokh24.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.kholachokh24.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.kholachokh24.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.kholachokh24.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.kholachokh24.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.kholachokh24.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.kholachokh24.com/assets/img/reactions/wow.png)