সদরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Jan 21, 2025 - 16:38
 0  14
সদরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আসিফ খাঁন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

নিহতের সহপাঠী বায়েজিদ হাসান জানান, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিল। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটো রিক্সার সাথে ধাক্কা লাগলে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর নেওয়ার পথেই মারা যান আসিফ খাঁন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোতালেব খোকন জানান, প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow