সদরপুরে ঈদের কেনাকাটায় শেষ মূহুর্তের উপচেপড়া ভীড়

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Apr 10, 2024 - 14:30
Apr 10, 2024 - 14:31
 0  15
সদরপুরে ঈদের কেনাকাটায় শেষ মূহুর্তের উপচেপড়া ভীড়

ফরিদপুরের সদরপুরের বিপনী বিতানগুলোতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় শেষ মূহুর্তের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিরত এবার পালিত হবে ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার।

বুধবার ৩০ রমজান শেষে সন্ধ্যায় পশ্চিম আকাশে উদিত হবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ১ লা শাওয়াল পবিত্র ঈদুল ফিতর। তাই  সকাল থেকেই জামাকাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিকস ও মনোহরী সহ সকল প্রকার বিপনীবিতানে দোকানীদের ব্যস্ত থাকতে দেখা গেছে। সদরপুর বাজারের কাজী আনিছ উদ্দিন সিটি, রূপসাগর বিগ শপ, বাঁধন ফ্যাশন, জহুরা মার্কেট, ফাইভ স্টার শপিং মল, কাজী আলতাফ ম্যানসন সহ প্রধান প্রধান মার্কেটগুলোতে সর্বস্তরের নারী-পুরুদের আগমন ছিল লক্ষ্যনীয়। দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, এবারের বেচাকেনা তুলনামূলক ভালো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow