সদরপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন বাবুল
ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন মোঃ শহিদুল ইসলাম বাবুল (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৪০ হাজার ২ শত ছেষট্টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা ২ বারের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ৩৫ হাজার ৫ শত নয় ভোট।
নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন মোঃ রফিকুল ইসলাম (উড়োজাহাজ) তিনি ভোট পেয়েছেন ২৯ হাজার ২২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান শিকদার (তালা) পেয়েছেন ১৮ হাজার ৭৬৭ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন তামান্না পারভীন (কলস প্রতীক)। তিনি ভোট পেয়েছেন ৩৫ হাজার ৩৭৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিনিয়া নাজনীন কল্পনা (প্রজাপতি) পেয়েছেন ২০ হাজার ৯২৬ ভোট।
বুধবার (২৯ মে) রাত সাড়ে দশটায় উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ৬৮ কেন্দ্রের সবগুলির প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৩৩৫ জন তন্মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৭৫৩ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৫৮২ জন।
What's Your Reaction?