সদরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর)
Mar 25, 2025 - 15:23
 0  3
সদরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ গফ্ফারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি ছিল একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসর হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং জাতি তার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow