সদরপুরে গাঁজাসহ  দুই যুবক গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 23, 2024 - 17:34
 0  17
সদরপুরে গাঁজাসহ  দুই যুবক গ্রেপ্তার

ফরিদপুর জেলার সদরপুর থানাধীন চড় আড়িয়াল খাঁ এলাকা  থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক হলেন মাদারীপুরের শিবচর উপজেলার বাবর আলী মল্লিকের কান্দি এলাকার মৃত আজিত মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩০) ও একই এলাকার আঃ গনি শেখ এর ছেলে সোহেল শেখ (৪০)।
গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে আজ  শনিবার  ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, গতকাল  শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চড় আড়িয়াল খাঁ এলাকার  আলাউদ্দিন মাস্টারের বাড়ির সামনের রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট  থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow