সদরপুরে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরের সদরপুরে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাসাস সদরপুর শাখা একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করে।
২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় সদরপুর হাসপাতাল মোড় মাঠে সমাবেশে জাসাস সদরপুর শাখার সভাপতি সঞ্জয় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদরপুর বিএনপির সাবেক সহসভাপতি বাবুল হোসেন, মোল্লা ফরিদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহলুল মাতুব্বর, সদরপুর যুবদলের মোশাররফ খালাসী, সদরপুর শ্রমিক দল সভাপতি মোতালেব পেয়াদা, জাসাস সাধারণ সম্পাদক রুবেল, যুবদলের সুইট মোল্লা, তুহিন মৃধাসহ আরও অনেকে। এ সময় সদরপুর বিএনপি, যুবদল, শ্রমিকদল, জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিটি সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
What's Your Reaction?