সদরপুরে ডাকাত দলের ৪ সদস্য আটক

নুরুল ইসলাম,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
Feb 22, 2025 - 17:02
Feb 22, 2025 - 17:02
 0  13
সদরপুরে ডাকাত দলের ৪ সদস্য আটক

ফরিদপুরের সদরপুরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করে  জেল হাজতে প্রেরণ করে সদরপুর থানা পুলিশ। সদরপুর থানার এসআই (নিরস্ত্র) শেখ রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল ট্র্যাকিং করে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত ডাকাতরা হল রুহুল আমিন (৪০)পিং শাহিদ ফকির, ফারুক হোসেন ওরফে ওমর ফারুক (৩৮) পিং তৈয়বুর রহমান, শাহানাজ মাতুব্বর (২৫) পিং মৃঃ সিদ্দিক মাতুব্বর, আল আমিন (২৭) পিং মেগা মাতুব্বর, । এদের সবার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে। পরে আটককৃতদের ৩৯৫/৩৯৬ পেনাল কোডে মামলা রজু করে ( মামলা নং ০৭/১৬) শুক্রবার  (২১  ফেব্রুয়ারি) ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।
এই মামলার বাদী উপজেলার কৃষ্ণপুর বাজারের চাল ব্যবসায়ী  শেখ সাদী (৩০) এজাহারে উল্লেখ করেন, ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে বাজারে ব্যবসায়িক কর্ম সম্পাদন শেষে অপর সঙ্গী খোকন মুন্সীসহ বাড়ি ফেরার পথে রাত ১১ টার দিকে চর কৃষ্ণপুর এলাকায় পৌছালে ১৪/১৫ জনের একটি ডাকাতদলের কবলে পড়ে। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে উভয়ের কাছ থেকে নগদ প্রায় ৭০ হাজার টাকা, ২ টি হাত ঘড়ি, গায়ের জ্যাকেট, ৩টি এন্ড্রয়েড স্মার্ট ফোনসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।       
এ প্রসঙ্গে এস আই (নিরস্ত্র) শেখ রাসেল জানান, এজাহার প্রাপ্তির পর ডাকাতদের ধরতে প্রযুক্তির আশ্রয় নিয়ে মোবাইল ট্র্যাকিং করে জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  
সদরপুর থানার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর কম্পিউটার টাইপকৃত এজাহারটি থানায় প্রাপ্ত হয়ে বিভিন্ন এলাকা থেকে ডাকাতদের ৩৯৫/৩৯৭ পেনাল কোডে গ্রেফতার দেখিয়ে সদরপুর থানার একটি মামলা রজু করা হয় যার নং ০৭/১৬। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow