সদরপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 14, 2025 - 09:42
 0  5
সদরপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুমোদন ছাড়াই পরিচালিত তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, অভিযানে 'আরএএস ব্রিকস', 'ফ্রেন্ডস ব্রিকস ফিল্ড' ও 'এবিএমএম ব্রিকস' নামের তিনটি ইটভাটার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৪ ধারা অনুযায়ী প্রত্যেক ভাটা মালিককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “তিনটি ভাটার কোনোটিরই বৈধ লাইসেন্স নেই। বিধান অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি ভাটাগুলোতে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে।”

অভিযানকালে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ইলিয়াছ মোল্যা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow