সদরপুরে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Mar 26, 2024 - 14:10
 0  5
সদরপুরে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 

ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। ২৬ মার্চ সূর্যোদয়ের পূর্বে সদরপুর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনসমূহে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৭.৩০ মিনিটে প্রশাসন রাজারচর ওয়াজিবুল্লাহ্র কান্দি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন করেন। সকাল ৮ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ ও পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সালাম ও অভিবাদন গ্রহণ করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী ও সদরপুর থানা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।  বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, এতিমখানা ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি , স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে সন্ধ্যায় আলোক সজ্জা প্রজ্বলিত করার কথা রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow