সদরপুরে প্যারাগ্লাইডার নির্মাতা মারুফকে সংবর্ধনা দিলেন ইউএনও জাকিয়া সুলতানা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 27, 2025 - 23:18
Apr 28, 2025 - 00:14
 0  5
সদরপুরে প্যারাগ্লাইডার নির্মাতা মারুফকে সংবর্ধনা দিলেন ইউএনও জাকিয়া সুলতানা

প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়ানোর কৃতিত্ব অর্জনকারী মারুফকে সংবর্ধনা দিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “মারুফের মতো প্রতিভাবান তরুণদের পাশে থাকা আমাদের দায়িত্ব। দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার ইচ্ছাশক্তি দিয়ে নিজস্ব উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। তার এ সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কাজের জন্য ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দারিদ্র্যের কারণে মারুফের পড়ালেখা মাঝপথে থেমে থাকলেও তাকে আবারও শিক্ষায় মনোনিবেশ করতে হবে। এ ব্যাপারেও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow