সদরপুরে প্রশাসনের অভিযানে ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ ও অবৈধ বাঁধ অপসারণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 20, 2025 - 20:52
 0  3
সদরপুরে প্রশাসনের অভিযানে ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ ও অবৈধ বাঁধ অপসারণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর সংযোগস্থলে অভিযান চালিয়ে ৯০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। অভিযানে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং মৎস্য দপ্তরের সহযোগিতায় পদ্মার মোহনায় কাড়ালকান্দি গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত বাঁধ অপসারণ করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একদল জেলে ৯০০ মিটার কারেন্ট জাল ব্যবহার করে বাঁশের সাহায্যে তিনটি বাঁধ তৈরি করে মাছ শিকার করছিল। অভিযানে এই অবৈধ বাঁধ অপসারণ ও কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, মৎস্য দপ্তরের কর্মচারী লাভলু হাসান ও শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow