সদরপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Apr 18, 2024 - 20:10
 0  22
সদরপুরে প্রাণী  সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

ফরিদপুরের সদরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে সেবা সপ্তাহ ও প্রদর্শনী কার্যক্রম উদ্বোধন করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রাণিসম্পদের ট্রেনিং অফিসার ডা: এ.কে.এম আসজাদ। সদরপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা শিল্পকলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, বিআরডিবি কর্মকর্তা সমীর বৈদ্য , বীর মুক্তিযোদ্ধা ডা. এম. এ গাফফার সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গবাদি-পশুপালন খামারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ । 

সভায় বক্তারা তাদের বক্তব্যে বেকারত্ব দূরীকরণ ও প্রাণীজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তা খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow