সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 14, 2025 - 13:37
 0  4
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এসব আয়োজনে অংশ নেন সর্বস্তরের মানুষ।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য ছিল— ‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি।’

পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ হলরুমে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য পরিবেশিত হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার— লাল চালের পান্তা ভাত, রুই মাছ ভাজা, আলু ভর্তা, শুকনো মরিচ ও কাঁচামরিচ।

সকাল ১০টায় একই স্থানে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow