সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
Mar 27, 2025 - 16:16
 0  4
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ রমজান, বুধবার (২৬ মার্চ) বিকেলে সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া, হাফেজ মাওলানা রাকিব হাসান উসমান, হাফেজ ওয়ালীউল্লাহ, মাওলানা আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ শাহাদাত হুসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক প্রমুখ। 

পবিত্র কুরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন আল-আজহার ইউনিভার্সিটি, কায়ারো, মিশর এর অনার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ আজহারী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক  মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুসল্লীবৃন্দ, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow