সদরপুরে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চরনাছিরপুর ইউনিয়নের মোল্যাকান্দি এলাকায় পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে ড্রেজার চালক রাজীব (২৫) কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃত রাজীব পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তবে অভিযানের সময় ড্রেজারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন জানান, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।"
What's Your Reaction?






