সদরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো: ইকবাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো: ইসমাইল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এবং অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো: হাসিবুর রহমান। আরো বক্তব্য রাখেন্ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আরিফুল কবির। দুআ ও মুনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক(অর্থনীতি) ড. হাফেজ মো: নূর ইসলাম।
ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রুমন মাতুব্বর, উপজেলা ছাত্রদল নেতা তুষার মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের মিজানুর রহমান সিনহা, নজরুল কবির নিরব, মিঠুন হোসেন, মশিউর রহমান মিঠু, সবুজ মল্লিক, কলেজ শাখার সদস্য সচিব গাফ্ফার শিকাদার, হাসান সরদার সহ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সদরপুর উপজেলার ৪জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
পরিশেষে দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?