সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলা

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Dec 19, 2024 - 20:29
 0  9
সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় বুধবার আনুমানিক রাত ১০ টার দিকে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন  সদরপুর উপজেলার ছাত্রদলের  নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।

 সংবাদ সম্মেলনে বক্তারা জানান-সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই শিক্ষার্থীর নাম কাজী সাইফুল (২৪) তিনি নর্দান ইউনিভার্সিটি অধ্যায়নরত ছাত্র।

এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে উপজেলার ছাত্রদলের  নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।

 জানা যায় ঐ ছাত্র সদরপুর পরিসংখ্যান বিভাগের অর্থনৈতিক শুমারি দায়িত্বে চরমোনাই ইউনিয়ন থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পিয়াজখালী বাজারের রফিকের ফল ভান্ডারের সামনে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা মৃত রহমান খানের পুত্র পান্নু খান গং তাদের দলবল নিয়ে দেশীও অস্ত্র দ্বারা ওই শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয় পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

এ ব্যাপারে ওই ছাত্রের মা পারুল আক্তার বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মোতালেব জানান আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow