সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 7, 2024 - 21:58
 0  9
সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে বৃহস্পতিবার(আজ) সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল ‌ক্ষতি হয়েছে।

জানা গেছে, সদরপুরের কৃষ্ণপুরের বাসিন্দা জহুদী মৃধা  এর নিজ বসত বাড়ীর রান্নাঘর হতে এ  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার  একটি দোচালা টিনের বসত ঘর,  একটি ছাপরার রান্নাঘর, একচালা গোয়াল ঘর পুড়ে যায়। বসত ঘরে থাকা আসবাপত্র, ফসলি ধান চাল সহ বিভিন্ন মালামাল  পুড়ে যায়। তার ভাতিজি জামাই বেলায়েত ফকির প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন আগুন নিভানোর জন্য এগিয়ে আসে। স্থানীয় লোকজনদের সহায়তায় প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনে বসত ঘর, রান্নাঘর, গোয়াল ঘর  এবং গোয়াল ঘরে থাকা একটি ষাঁড় গরু এবং বসত ঘরে থাকা আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার। প্রথমে রান্নাঘরে আগুনের উৎপত্তি হয়, পরে তা রান্নাঘর সংলগ্ন বসত ঘর গোয়াল ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow