সদরপুরে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন
শিক্ষা ভবন ঢাকায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পূর্ণ একদিনের কর্মবিরতি পালন ও মানবন্ধন করেছে ফরিদপুরের সদরপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষবৃন্দ কর্তৃক আয়োজিত সদরপুর উপজেলা পরিষদ মূল ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদরপুরের বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ও কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান বলেন, ১৭ সেপ্টেম্বর শিক্ষা ভবন ঢাকায় সেসিপ প্রকল্পভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সরকারি শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে, তারই জের ধরে আমরা আজ ১৮ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। এবং দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। একই স্কুলের শিক্ষক রাজা মিয়া বলেন, আমাদের একটাই দাবী সেসিপ প্রকল্প শেষ, তো চাকরি শেষ। তারা আর রাজস্বে ফিরতে পারবে না।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকের দাবী, ১৭ সেপ্টেম্বর মাউশিতে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সরকারি শিক্ষকদের গায়ে হাত তোলে। তারই প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধন।
মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষকরা হলেন, সদরপুর বিশ্বজাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের আনোয়ারুল ইসলাম, রাজা মিয়া, হাসিবুল ইসলাম, বায়জিদ হোসেন, সাইদুর রহমান, শহিদুল ইসলাম, মিলন মন্ডল, মাহবুবুল হাসান, রোজিনা আক্তার, কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিজানুর রহমান, কামরুজ্জামান, ফাতেমা জোহরা, সাহিনা আক্তার, হাবিবুর রহমান, মাহমুদুল হক প্রমুখ।
What's Your Reaction?