সদরপুরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Jan 11, 2025 - 15:42
 0  3
সদরপুরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সদরপুর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সদরপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় (কাজী হাসেম কমপ্লেক্স, কলেজ মোড়, সদরপুর, ফরিদপুর)-এ উপজেলা শাখার সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর (আকাশ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন, সাংগঠনিক সক্রিয়তা, নতুন সদস্য গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল ওহাব আকন, সহ-সভাপতি মো: নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান শরীফ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, সদস্য মুহাম্মদ আব্দুল আওয়াল, খগেন্দ্র চন্দ্র বিশ্বাস, সবুজ বেপারী, মো: রায়হান মিয়া, মো: আব্বাস, রায়হান চৌধুরী, স্মৃতি আক্তার প্রমুখ।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো: ইয়াকুব আলী মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। সভার তার আশু আরোগ্য, বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ দুআ ও মুনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow