সদরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহান স্বাধীনতা দিবস পালিত

নুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার
Mar 26, 2025 - 17:42
 0  19
সদরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহান স্বাধীনতা দিবস পালিত

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। ঐতিহাসিক এ দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য ফরিদপুরের সদরপুরের উপজেলা প্রশাসনের  নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় সদরপুর স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ করে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।  এবং শান্তির পায়রা উড়িয়ে সমন্বিত কুচকাওয়াজ ও সালাম অভিবাদন গ্রহণ করেন। সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানা ইনচার্জ আব্দুল মোতালেব (খোকন) এলজিইডি কর্মকর্তা আব্দুল মোমিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম এ গফ্ফার সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বাদ যোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় এবং উন্নত খাবার পরিবেশন করা হয়।
সুবিধাজনক সময়ে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও সন্ধ্যায় বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow