সদরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালিত 

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Feb 21, 2024 - 14:09
Feb 21, 2024 - 14:10
 0  18
সদরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালিত 

ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা ২০২৪ উদযাপন  করা হয়েছে। বুধবার ২১ ফেব্রুয়ারি সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম ভাগে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সদরপুর প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। সকাল ৯টায় স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরী শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে জমায়েত হয়। এর পরে দরবার হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং দুপুরে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সাল, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,  উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল গফফার মিয়া, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি,  স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিগণ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow