সদরপুরে যুব মজলিসের বিক্ষোভ মিছিল

নুরুল ইসলাম, সদরপুর থেকে: ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সদরপুর উপশাখার উদ্যোগে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর সদরপুর উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মডেল মসজিদের ইমাম মুফতি রেজাউল করীম, আলহাজ মাওলানা আ. লতিফ, মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ।
যুব মজলিস সদরপুর উপশাখার সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম মিছিলে ৭ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো: মাগুরার শিশু আছিয়াসহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা, ট্রান্সজেন্ডারদের আইনি নিষেধাজ্ঞা প্রদান, নারী দিবসে রূপান্তরকামী পুরুষকে 'অদম্য নারী' সম্মাননা প্রদান বাতিল, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী শাহবাগী লাকী আক্তার ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা।
বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
What's Your Reaction?






