সদরপুরে রাবেয়া বসরিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী সম্পন্ন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Dec 29, 2024 - 20:10
 0  3
সদরপুরে রাবেয়া বসরিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী সম্পন্ন

ফরিদপুরের সদরপুর উপজেলার দশহাজার গ্রামে অবস্থিত রাবেয়া বসরিয়া দাওরায়ে হাদীস মহিলা মাদরাসার হিফজুল কুরআন সমাপনী ও খতমে বুখারীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত খতমে বুখারীর দরস (পবিত্র বুখারী গ্রন্থের শেষ হাদীছের সবক) প্রদান করেন কাসেমুল উলূম নগরকান্দা মাদরসার নাজেমে তালীমাত মুফতী আব্দুল কাইয়ুম। 
দুআ ও মুনাজাত পরিচালনা করেন ফজলে খোদা মেঘুলা মাদরাসা, দোহার ঢাকার মুহতামিম ও শাইখুল হাদীছ মুফতী হাবীবুল্লাহ।

এ সময়ে উপস্থিত ছিলেন রাবেয়া বসরিয়া মহিলা মাদরাসার শাইখুল হাদীছ মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী ও মুফতী তৈয়বুর রহমান, শাইখে ছানী মুফতী মিরাজুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা শফিকুল ইসলাম, মুফতী আনোয়ার হুসাইন, মুফতী আশরাফ, মুফতী আব্দুল মুমিন।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোজাফফর হুসাইন, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা রেজাউল করিম, মুফতী কামরুল ইসলাম মাহমুদী, মুফতী মামুনুর রশীদ, মাওলানা আমানাতুল্লাহ মাদরাসা কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মামুন খান সহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, অভিভাবকগণ, মুসল্লীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিক কার্যক্রম পরিচালনা করেন এ মাদরাসার মুহতামিম মাওলানা আল-আমিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow