সদরপুরে লায়ন্স ক্লাবের আয়োজনে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হলো 

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Feb 22, 2025 - 20:13
 0  4
সদরপুরে লায়ন্স ক্লাবের আয়োজনে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হলো 

ফরিদপুরের সদরপুর উপজেলায় শনিবার (২২ ফেব্রুয়ারি) সারাদিন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের লায়ন্স ক্লাব অফ ঢাকা অপরাজিতা গার্ডেন আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চশমা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন খানের পরিচালনায় 
সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান খানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল, খন্দকার মনিরুজ্জামান, বাবুল হোসেন মুন্সী, মোশাররফ হোসেন, মুন্সী ইশরাত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি, তারা ভুল বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়, দ্বিতীয়বার কোনো দেশ স্বাধীন হয় না।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনূস সাহেব আপনি ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। গত ১৭ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত, তারা ভোটের অধিকার চায়, জনগণ যেন ভোট দিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow