সদরপুরে স্বপ্ন সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন
ফরিদপুরের সদরপুরে সদরপুরে স্বপ্ন সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল এগারটায় সদরপুর বাজারের মেইন রোডে অবস্থিত স্বপ্ন সুপার শপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম। অতিথিবৃন্দ ফিতা কেটে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন করেন। স্বপ্ন-সদরপুর এর কর্ণধার মো: রাজিব হোসাইন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। দুআ ও মুজানাত পরিচালন করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। অনুষ্ঠানে ‘স্বপ্ন’ এর উর্দ্ধতন কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিপুল সংখ্যক ভোক্তা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?