সদরপুরে স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব খোকন।
সভায় আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড রুমানা তানজিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ. গাফফার, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, যুবদল নেতা মুন্সী ইশারতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, "আমাদের স্বাধীনতা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ। তাই সম্মিলিতভাবে এই আয়োজন সফল করতে হবে।" অংশগ্রহণকারীরা এ প্রস্তুতিমূলক সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং দিবস দুটির সফল উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?






