সদরপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Jun 8, 2024 - 18:53
 0  5
সদরপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’(৮-১৪ জুন ২০২৪) পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার (৮ জুন) ভূমিসেবা সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী। 

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে সকাল ১১টায় একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিসের সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ব্যবস্থাপনাসহ বাংলাদেশকে ডিজিটালাইজড করে দেশকে এগিয়ে নেয়ার জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজ নাগরিকগণ ডিজিটাল সেবা ঘরে বসে বসে পাচ্ছে, ঘরে বসেই ভূমি উন্নয়ন কর, খারিজের আবেদন, খারিজের সার্টিফাইড কপি ডাকযোগে পাওয়াসহ সকল প্রকার ভূমি সেবা নাগরিকরা পাচ্ছে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করার জন্য। 

বক্তারা আরও বলেন, অনলাইনে ভূমি সেবা পেতে নাগরিকদের সচেতন হতে হবে।  দেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করতে আমাদের স্ব স্ব স্থান থেকে সার্বিক সহযোগিতা করলেই ২০৪১ সালে আমাদের এই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ভূমিক সহকারী কর্মকর্তা সহ ভূমির মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow