সদরপুরে হেরোইনসহ যুবক আটক

ফরিদপুরের সদরপুরে হেরোইনসহ আসিফ বেপারী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে সদরপুর থানার সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে এসআই মো. মোতাহার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় আসিফের কাছ থেকে ৩.২০ গ্রাম (৫১ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসিফ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দবির উদ্দিন বেপারীর ডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জিল্লু বেপারীর পুত্র।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






