সদরপুরের ২২রশিতে আগামীকাল থেকে ইসলামী সম্মেলন শুরু

সদরপুর, ফরিদপুর প্রতিনিধিঃ
Feb 11, 2024 - 14:40
 0  16
সদরপুরের ২২রশিতে আগামীকাল থেকে ইসলামী সম্মেলন শুরু

ফরিদপুরের সদরপুরে ২২ রশিতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২দিনের সম্মেলনের সকল ধরণের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানদের জমায়েত শুরু হয়েছে। জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী ( র:) ছাহেবের ওফাত স্মরণে দু'দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব উরস শরীফ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে সদরপুরের ২২ রশি মিল মাঠে।  জাকের পার্টি চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এর সরাসরি তত্বাবধানে ও পরিচালনায় বিশ্ব ইসলামী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রেসব্রিফিং এ জানিয়েছেন প্রস্তুতি কমিটির মুখপাত্র শামীম হায়দার। 

বিশ্ব ইসলামী সন্মেলনের মূল ভেন্যু বাইশরশি মিল মাঠে এখন সাজ সাজ রব। কয়েক লাখ ধর্মপ্রাণ শান্তিকামী মুসলমান এর পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সম্প্রদায়েরও হাজারো  শান্তিকামী মানুষের জন্য বিশাল এলাকা জুড়ে আলাদা আলাদা  প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। কয়েক কিলোমিটার জুড়ে লাইটিং, বিভিন্ন পয়েন্টে দর্শনীয় স্থাপনা তোরণ নির্মাণ করা হয়েছে। 

ভক্তদের ইবাদত বন্দেগী, আহার, বিশ্রাম, ওয়াজ নসিহত, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ, জরুরী মেডিক্যাল সেবা প্রদানকারীদল, সিসি টিভিসহ নিজস্ব নিরাপত্তা টীমের পাশাপাশি বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দলকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। আয়োজনকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষ্যে এসব দলকে ৫৮টি দপ্তরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সারাদেশ থেকে আসা জাকের পার্টি, ২৪টি অঙ্গসংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রীফ্রন্ট একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়া বহির্বিশ্বেও জাকের পার্টির সদস্যরা ইসলামী সম্মেলনের সফলতায় ভূমিকা রেখে চলেছেন বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow