সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করবে সাজিনাজ হাসপাতাল- পররাষ্ট্রমন্ত্রী 

মো: সিরাজুল মনির,চট্রগ্রাম ব্যুরো
May 12, 2024 - 14:06
 0  3
সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করবে সাজিনাজ হাসপাতাল- পররাষ্ট্রমন্ত্রী 

সাধ্যের মধ্যে নিশ্চিত স্বাস্থ্য সেবা’ এই স্লোগান ও স্বাস্থ্য সেবাখাতের ইতিবাচক পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ হয়ে বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের আরেফিন নগরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সাজিনাজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কম্প্লায়েন্স বেইজড স্পেশালাইজড হাসপাতাল ‘সাজিনাজ হাসপাতাল লিমিটেড’। হাসপাতালের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকাল সাড়ে ১১টায় রেডিসন ব্লু’র মেজবান হলরুমে এই স্পেশালাইজড হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এতে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমি চট্টগ্রামে আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠাকে স্বাগত জানাই। তিনি কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, এই হাসপাতালে অপেক্ষাকৃত কম সামর্থ্যবান কিছু রোগীর জন্য কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে এই প্রত্যাশা করবো। আমি প্রত্যাশা করবো এই হাসপাতাল এমন কিছু সেবা দিবে যা অন্যদের থেকে আলাদা হিসেবে বিবেচিত হবে। সাধারণ জনগণের কথা ভেবে এই হাসপাতাল তার কার্যক্রম পরিচালনা করবে এই প্রত্যাশা থাকবে। আমি জানি আপনারা তা পারবেন। তখনই সমগ্র সমাজ আপনাকে বাহবা দিবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাবে সাজিনাজ হসপিটাল এই প্রত্যাশাও রইলো।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য আবদুচ ছালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুস, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, লায়ন গভর্নর এমবিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন গভর্নর ইলেক্ট কোহিনুর কামাল, লায়ন আইপিডিজি শেখ সামছুদ্দিন আহমেদ সিদ্দিকী ও বিএমএ নেতৃবৃন্দ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বোর্ড অব ডিরেক্টরসসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক তার বক্তব্যে বলেন, চিকিৎসার নামে ব্যবসা নয়, মানব সেবার ব্রতই মূল লক্ষ্য হওয়া উচিৎ। এ লক্ষ্যে কাজ করলে এই রোগীরাই আপনাদের মার্কেটিংয়ের কাজ করবে। আমি আশা করি সাজিনাজ হাসপাতাল সঠিক সেবার মাধ্যমে মানুষের মন জয় করবে।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ইসলামের দীক্ষা অনুসরণ করে আমাদের চিকিৎসাসেবা এগিয়ে নেয়া উচিৎ। আমি বিশ্বাস করি শুধু বিদেশে নয় চট্টগ্রামেও মানসম্পন্ন চিকিৎসাসেবা রয়েছে। কম্প্লায়েন্স বেইজড এই হসপিটাল তার মানসম্মত চিকিৎসাসেবার মাধ্যমে চট্টগ্রামবাসীকে বিদেশ বিমুখ এবং ঢাকা বিমুখ করবে এই প্রত্যাশা থাকবে হসপিটাল কর্তৃপক্ষের কাছে।

সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম বলেন, লায়নিজমে উদ্বুদ্ধ হয়ে ব্যবসায়ীক চিন্তাধারার বাইরে গিয়ে সেবার ব্রত নিয়ে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফলপ্রসু ভূমিকা রাখার মিশন নিয়ে কাজ করছে এই হাসপাতাল। এই হাসপাতালে একজন রোগী ভর্তি থেকে শুরু করে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করা পর্যন্ত একদল দক্ষ টিমের মাধ্যমে যাবতীয় সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। কম্প্লায়েন্স বেইজড স্পেশালাইজড এই হাসপাতাল চালু হওয়ার মাধ্যমে চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্তের সূচনা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow