সমগ্র ফরিদপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরের সমগ্র জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সমগ্র ফরিদপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) দ্বীপজন মিত্র, সহকারি কমিশনার (স্থানীয় সরকার শাখা) দিলারা আক্তার সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মঙ্গলবার(১১জুন) পঞ্চম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ফরিদপুর জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জানানো হয়। এসময় মধুখালি উপজেলার ৬৯ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবুলিয়ত,জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধনের মাধ্যমে ফরিদপুর জেলাকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
What's Your Reaction?