সময় ও সুযোগ পেলে আলীকদম উপজেলাকে বদলে দিতে চান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন
সময় ও সুযোগ পেলে আলীকদম উপজেলাকে বদলে দিতে চান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (অন্তর্বর্তীকালীন) সাইফুল ইসলাম রিমন।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা টগবগে তরুণ সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কার হওয়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদের জন্য চুল-ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে নিষ্কণ্টক ব্যাক্তি হিসেবে নিয়োগ পান তিনি।
নিয়োগ পরবর্তী আলীকদম উপজেলা এবং দ্বায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন অদম্যগতিতে, প্রত্যন্ত এলাকার জনসাধারণের সুযোগ সুবিধার খোঁজ খবর নেয়া, সকল সরকারী - বেসরকারি প্রতিষ্ঠানে গরীব অসহায় ও দুস্থ মানুষের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছেন তিনি।
আলীকদমের সার্বিক উন্নয়নে সাইফুল ইসলাম রিমনের অঙ্গীকার, শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা জোরদার করে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা গড়ে তোলা।
☞তিনি তরুণদের ও নারীদের জন্য যুগোপযোগী ও বহুমাত্রিক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিত্যক্ত নারী ও ছিন্নমূল মানুষদের জন্য ভাতা ও বাসস্থানের ব্যবস্থা করতে অঙ্গীকারবদ্ধ।
☞আইনশৃঙ্খলার মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে আলীকদম উপজেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করা।
☞প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার দৃষ্টিভঙ্গি তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার উদ্যোগও নিয়েছেন তিনি।
তিনি বিশ্বাস করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আলীকদম উপজেলাকে একটি আদর্শ উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। তার এই উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়িত হলে, আলীকদম হবে উন্নয়ন ও কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষাজীবনে তিনি আলীকদম কিন্ডার গার্টেন স্কুলে -নার্সারি-তৃতীয় শ্রেণী, চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ- পঞ্চম শ্রেণী, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে -ষষ্ঠ শ্রেণী, চকরিয়া কোরক বিদ্যাপীঠে ৭ম-১০ম শ্রেণী, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে -একাদশ-দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
What's Your Reaction?