সরই লেমুপালংপাড়ার কৃষকরা সরকারি বরাদ্দের সার পাচ্ছে না

লামা(বান্দরবান) প্রতিনিধি
Feb 20, 2025 - 19:00
 0  9
সরই লেমুপালংপাড়ার কৃষকরা সরকারি বরাদ্দের সার পাচ্ছে না

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লেমপালংপাড়ার কৃষকরা সরকারি বরাদ্দের সার না পাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

ওয়ার্ড পর্যায়ে সাব ডিলার দুর্নীতির কারণে কৃষকরা সার না পাওয়ায় ডিলার এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে আবেদন করেছেন উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী অফিসার বরাবর।


অভিযোগে প্রকাশ লামা উপজেলা সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালংপাড়া এলাকাটি ইউনিয়ন সদর থেকে পূর্ব দক্ষিণে আনুমানিক ১০/১২ কিলোমিটার দূরত্বের একটি কৃষি নির্ভরশীল পাহাড়ি গ্রাম। এখানকার প্রান্তিক পর্যায়ের পাহাড়ি অ পাহাড়ি কৃষকরা পাহাড়ের ঢালু, খাল ছড়ার তীরবর্তী জমিতে চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। বিগত কয়েক বছর ধরে এই ওয়ার্ডে নিয়োগপ্রাপ্ত আওয়ামী দোসর সরই ইউপি'র ৮নং ওয়ার্ডের জামাল মেম্বারের সহধর্মীনির নামে সারের ওয়ার্ড সাব ডিলারশীপ রয়েছে। কিন্ত ওই ডিলার লেমুপালংপাড়ার কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার উত্তলোন ও কৃষকদের মাঝে সরবরাহ করেন নাই। ফলে দুর্গম ৯নং ওয়ার্ডে সরকারি ভর্তুকি সার না পেয়ে কৃষকরা চাষাবাদে লোকসান দিয়ে আসছে।  কৃষকরা উপজেলা ও ইউনিয়ন সদর থেকে সার কিনে অধিক খরচে আনতে হয়। অনেক গরিব ক্ষুদ্র কৃষক সার বিহীন চাষ করে ফলন কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। বর্তমানে সেখানে নতুন করে  সাব ডিলার নিয়োগ দিয়ে সার সরবরাহ কৃষকের সেবা অনুকুল ব্যাবস্থার দাবি জানিয়েছে দুর্গমের কৃষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow