সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে ভালোভাবে পরিচালিত হতে পারবে মানিকনগর কওমি মাদ্রাসা ও এতিমখানা 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 3, 2024 - 16:42
 0  3
সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে ভালোভাবে পরিচালিত হতে পারবে মানিকনগর কওমি মাদ্রাসা ও এতিমখানা 

সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে ভালোভাবে পরিচালিত হতে পারবে মানিকনগর কওমি মাদ্রাসা ও এতিমখানা। 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর বটতলা এলাকায় অবস্থিত মানিকনগর কওমি মাদ্রাসা ও এতিমখানায় ‌চলছে নিয়মিত পাঠ্যদান। আর তাতে অংশগ্রহণ করছেন প্রতিষ্ঠানটির ‌ বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ২৬০ জন শিক্ষার্থী। এরমধ্যে শিশু শ্রেণি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও কিতাব বিভাগে শিক্ষার্থীরা ক্লাস করে থাকেন। আর তাদের ‌লেখাপড়া করনের জন্য রয়েছেন ‌মোট ৫ জন শিক্ষক ও ১১ জন শিক্ষিকা। তারা নিয়মিত শিক্ষা প্রদান করেন ছাত্রছাত্রীদের।

জানা গেছে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম শিকদারের একান্ত প্রচেষ্টায় ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ও এতিমখানাটিতে দীর্ঘদিন যাবত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে অর্থাভাবে পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।  অন্যদিকে ঢাকা- বরিশাল মহাসড়ক থেকে প্রায় ৩০০ মিটার দূরে ‌মাদ্রাসা ও এতিমখানা হওয়ায় এবং তাতে ‌শুধুমাত্র কাঁচা রাস্তা থাকায় এবং পাকা রাস্তার ব্যবস্থা না থাকায় ‌বৃষ্টির দিনে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের ‌ মাদ্রাসায় যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মাদ্রাসা কর্তৃপক্ষ চলাচলের জন্য রাস্তা এবং প্রতিষ্ঠানটি ভালোমতো পরিচালনা করার জন্য সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারের সাহায্য সহযোগিতা কামনা করছেন। প্রতিষ্ঠানটির নামে ‌আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক ফরিদপুর শাখায় ১১৪১১২০০৮২২৬৯  নাম্বারে রয়েছে একটি অ্যাকাউন্ট। এছাড়াও ০১৭২৬ ৬৬৭০৬৬ নাম্বারটি রয়েছে বিকাশের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow