সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Apr 6, 2025 - 15:51
 0  7
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার, ৫ এপ্রিল সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক লিউনি শিখার সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার মৃধা, সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আরিফ হোসেন ফিরোজ, সাবেক শিক্ষক নির্মল ভদ্র, মাহামুদুল আলম মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল ইসলাম মাহাবুবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণে সমৃদ্ধ হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন, তারা নিজেদের ভালোমন্দের সব দিক চিন্তা করে সমাজে উপকারে আসবে।

প্রধান অতিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান বলেন, "আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রমের সূচনা। এসএসসি পরীক্ষার পর তোমরা দেশের বিভিন্ন সনামধন্য কলেজে পড়াশোনা করবে এবং পরবর্তীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।"

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি বিশ্বাস করি, তোমরা নিজেদের উন্নতির সাথে সাথে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য বজায় রাখবে।"

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আলামিন হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৫৪ জন শিক্ষার্থী।

বিদায় সংবর্ধনার মাধ্যমে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পা রাখলো, এবং অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের ভবিষ্যতের সফলতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow