সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত
ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী মেলা গত মঙ্গলবার থেকে শুরু হয়।
বৃহস্পতিবার(আজ) মেলার শেষ দিনে বিকেল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করে যায়। এ সময় ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মঞ্চে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস এ মান্নান স্কুল এন্ড কলেজ ,
ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয়, এফএম ব্যান্ড এবং মহিম ইনস্টিটিউশন।
অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন সংগীত ,নাচ নাটক পরিবেশন ইত্যাদি করে।
এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে শীতের পিঠা পুলি, মনোহারি সামগ্রী, কাঠের সামগ্রী সহ বিভিন্ন ধরনের উপকরণ বিক্রি হতে দেখা গেছে।
এ ব্যাপারে আয়োজকরা জানান প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলার সংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এ সময়ে মেলার আয়োজক বৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সহ সর্বস্তরের জনগণ এ অনুষ্ঠান উপভোগ করে।
তারুণ্য মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে। এরমধ্যে স্কুল পর্যায়ে ২০ টি কলেজ পর্যায়ে ৮টি এবং বাকিগুলি উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণ কারীরা জানান এখানে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এছাড়া প্রতিবছর এ ধরনের মেলা অনুষ্ঠিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মেলায় বিভিন্ন বয়সী দর্শকদের আগমনে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে আরো দুই এক দিন এই মেলার পরিধি বাড়বে এ রকমই প্রত্যাশা করছেন বেশ কয়েকজন স্টল মালিক।
What's Your Reaction?