সরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Jun 1, 2024 - 15:05
 0  3
সরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী কর্তৃক ১ বছর বয়সী একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস লাল ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।  

শনিবার (১ জুন) সকাল ১১ টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সালের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ৬ মাস থেকে ৫ বছর বয়সী অনেক শিশু ও তাদের অভিভাবকবৃন্দ। 

একই সময়ে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য ইউনিটগুলোতেও দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালু করা হয়।   

ডা. ওমর ফয়সাল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে এই ক্যাম্পেইন চলছে। তিনি আরও বলেন ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow