সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশের সামনে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিক্সা 

জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃ
Nov 22, 2024 - 20:35
 0  7
সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশের সামনে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিক্সা 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপস্থিতিতে তাদের চোখের সামনেই ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি হুইলার। পুলিশ বলছেন,বেপরোয়া গতিতে গাড়ী ধরে মরতে যাবো আমরা। 

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়ন পূর্ব কুট্টাপাড়া খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে এমন চিত্র চোখে পড়ে। সরেজমিনে দেখা গেছে, বেপরোয়া গতিতে দূরপাল্লার বাস, ট্রাকের সাথে পাল্লা দিয়ে ব্যাটারি চালিত আটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে।
অভিযোগ করে এক সংবাদকর্মী বলেন, মহাসড়কে বেপরোয়া গতিতে এক অটোরিকশা আমার মোটরসাইকেলে চাপ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে, তখন আমি রিকশাটি পিছু নিয়ে মহাসড়কে ডিউটি অবস্থায় হাইওয়ে পুলিশকে জানালে পুলিশ আমাকে বলে গাড়ি ধরে মরতে যাবো নাকি।
এদিকে সিএনজি অটোরিক্সা চালকেরা বলছেন, পুলিশ এখন তেমন গাড়ি ধরে না, তাই মহাসড়কে চলাচল করছি। এতে দূরপাল্লার বাস চালকদের ক্ষোভের শেষ নেই। হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে মহাসড়কে এসব যান চলাচল করছে বলে অভিযোগ করেছেন দূরপাল্লার বাস চালকেরা। 
সড়ক পরিবহণ আইন অনুযায়ী মহাসড়ক গুলোতে দুর্ঘটনা কমাতে চলাচল নিষিদ্ধ করেছে থ্রি হুইলার সিএনজি এবং যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। যদিও সেই গতিসীমা পরিমাপের জন্য ব্যবহার হয় স্পিডগান। তবুও মানা হচ্ছে না ট্রাফিক আইন।
এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের কোন অনুমতি নেই, সিএনজি অটোরিকশার যন্ত্রণায় অতিষ্ঠ, বেপরোয়া গতিতে গায়ের উপর উঠে পড়ে। আমাদের লোকবল কম তার পরেও আমরা কাজ করছি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow