সরাইল ২৫ বিজিবির অভিযানে ১০৪ কেজি ভারতীয় গাঁজা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ১০-১১ জন ব্যক্তি বস্তা কাঁধে করে ভারতের দিক থেকে বাংলাদেশের লিচু বাগানের দিকে আসতে থাকলে বিজিবি তাদের ধাওয়া করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে ১০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৩,৬৪,০০০/- (তিন লক্ষ চৌষট্টি হাজার) টাকা। আটককৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়কে অবহিত করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করার জন্য ব্যাটালিয়নে সংরক্ষণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
What's Your Reaction?






