সরাইলে বাড়ির সিমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোহাম্মদ উদয় হোসেন (৩৫) নামে ফিনল্যান্ড প্রবাসীর সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মারুফ সহ ৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠ বিচার পেতে ভুক্তভোগী প্রবাসীর পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই রাহিম খান সদয় সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাও ইউনিয়নের নোয়াগাও মধ্যেপাড়া গ্রামে। ভুক্তভোগী মোহাম্মদ উদয় হোসেন (ফিনল্যান্ড প্রবাসী), ইব্রাহিম খান হৃদয় (সৌদি প্রবাসী) ও মোহাম্মদ সদয় নোয়াগাও ইউনিয়নের নোয়াগাও মধ্যে পাড়া গ্রামের মৃত সাবেক মেম্বার আব্দুল করিমের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরাইল উপজেলার নোয়াগাঁও মৌজা, বিএস খতিয়ান নং- ১৪২, বিএস দাগ নং- ১৩৪৫১ পরিমান ৫.৬৬ শতক বাড়ী ভিটি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন মোহাম্মদ উদয় হোসেনসহ তারা তিন ভাইয়েরা। উদয়ের বাবা মারা যাওয়ার পরে বিগত ৪ বছর যাবত মারুফ গংরা তাদের বাড়ীর সীমানা সংলগ্ন সদয় গংদের দেওয়ালটি ভেঙ্গে ফেলার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করে আসছে মারুফ গংরা। সেই সূত্রে মারুফ গংরা বিভিন্ন সময় উদয় গংদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী,জোর পূর্বক দেওয়াল ভাঙ্গার অপচেষ্টায় লিপ্ত থাকে।
এ ব্যাপারে সদয় বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ব্রাহ্মণবাড়িয়া পিঃ মামলা নং ১২২৫ / ২০২৩ইং ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারা মোতাবেক মামলা দায়ের করে। যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় মারুফ গংরা এলাকার কতিপয় স্বার্থপর মহলকে হাত করে সদয় গংদের দেওয়াল ভাঙ্গার চেষ্টা করে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ খান, মোঃ জাহিদ খান টিটু, মোঃ সিয়াম খাঁন, মোঃ বাবলা খান, মোঃ রিহাব মিয়াগন ১৫ ই জুন ২০২৪৷ ইং বিকাল অনুমান সাড়ে ৩টায় জিয়াউল হক মৃধাসহ নোয়াগাঁও গ্রামের কথিত সর্দার মোঃ শফিকুল ইসলাম মুন্সী, মোঃ আলী নেওয়াজসহ আরো লোকজনের উপস্থিতিতে সদয়গংদের বাড়ীর উত্তর পার্শ্বের দেওয়ালটি হাঁকডাক দিয়ে ভেঙে ফেলে। ইহাতে সদয়গংদের অনুমান দুই লাখ টাকার ক্ষতিসাধন করে মারুফ গংরা।
ভুক্তভোগী প্রবাসী উদয় হোসেনের ছোট ভাই সদয় বলেন, দেওয়াল হাঁক-ডাক দিয়ে ভাঙা সময় বাঁধা দিলে মারুফ গংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে উত্তেজিত হইয়া দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করিয়া খুন জখম করার হুমকি প্রদর্শন করে। উপায় না পেয়ে আমার বোনের মাধ্যমে ৯৯৯ কল করে প্রতিকার চাই। এসব দেখে আমার অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে যায়, পরে আমার মাকে নিয়ে হাসপাতালে চলে যাই। বর্তমানে মারুফগংদের ভয়ে আমি পরিবার পরিজন নিয়া চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
অভিযুক্ত মারুফ মাষ্টারের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি, মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানায়।
স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার দেওয়ান আলী বলেন, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। তবে মামলা চলমান অবস্থায় দেওয়াল ভাঙা ঠিক হয় নাই। দেওয়াল ভেঙেছে এটা সত্য, যেই করেছে অন্যয় করেছে।
সরাইল থানার নোয়াগাও বিট অফিসার এস আই রুবেল আখন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দেওয়ালটা ভেঙে ফেলেছে। উপস্থিত কাউকে পাওয়া যায় নাই। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?