সরাইলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর মাইক্রোবাস চালকদের হামলা

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 17, 2025 - 21:31
 0  3
সরাইলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর মাইক্রোবাস চালকদের হামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধিকে মাইক্রোবাস চালক ও সহযোগীরা মারধর করেছে। ১৬ মার্চ রবিবার রাত ১১টার দিকে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়ে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাত ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় এক মাইক্রোবাস। স্থানীয়রা সেটির পিছু নিয়ে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে গিয়ে গাড়িটি আটক করে।

এরপর ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন এবং গাড়িটি থানায় নেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে গেলে চালক ও সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রদের ওপর হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়াম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

এ ঘটনায় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রো স্ট্যান্ডের সাতজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এই ঘটনা আবারও প্রমাণ করে যে, অন্যায়ের প্রতিবাদ করলেই বাধার মুখে পড়তে হয়। বৈষম্যবিরোধী আন্দোলন শুধু শিক্ষার্থীদের দায়িত্ব নয়, বরং এটি পুরো সমাজের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow