সরাইলে মাটি চাপায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Jul 11, 2024 - 19:43
 0  7
সরাইলে মাটি চাপায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

ড্রেজার দিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের পূর্ব পাশের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই এলাকার আসাদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, ফসলের মাঠে ড্রেজারে মাটি কেটে পুকুর খনন কাজ করার সময় পুকুরের পাড় ভেঙে তিনজন শ্রমিক মাটিচাপা পড়ে। আতিকুল ইসলাম নামে একজন শ্রমিক প্রাণে বাঁচলেও বাকি দুজন নিখোঁজ হন।

সরাইল ফায়ার স্টেশনের ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, ইউএনও স্যার জানানোর পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ সকালে ডুবুরির সহায়তায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow