সরাইলে ২ ভুয়া পুলিশসহ গ্রেপ্তার আট 

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Feb 9, 2025 - 18:12
 0  6
সরাইলে ২ ভুয়া পুলিশসহ গ্রেপ্তার আট 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভুয়া পুলিশসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারী শনিবার রাত ১০ টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ভুয়া পুুলিশ হচ্ছে উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মোঃ রাসেল (২২) এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মোঃ রাসেল মিয়া-(২৪)।
অপর ছয়জন হলেন জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়া-(৪৫), মানজু মিয়া-(৪৮), সোহেল মিয়া- (৩০), ইছা মিয়া-(৪৮) আল ইমরান-(২২) এবং নান্নু মিয়া-(৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জায়গা-সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার সাথে একই গ্রামের আবদুর রহমানের বিরোধ চলে আসছে। উভয় পক্ষ থেকে একাধিক মামলা চলমান।
শনিবার রাত ৮ টার দিকে মোঃ রাসেলের নেতৃত্বে তিনটি মোটর সাইকেলে করে ছয় যুবক জয়দরকান্দি গ্রামে যান। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে নারী-পুরুষকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পরিচয় দেয়া যুবকদের আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে।
খবর পেয়ে সরাইল থানার পুলিশ জয়দরকান্দি গ্রামে গিয়ে দুই  ভুয়া পুলিশসহ ৮ জনকে গ্রেপ্তার করে। এ সময় অপর ভুয়া চার পুলিশ পালিয়ে যায়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ভুয়া দুই পলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া অপর ছয়জনকে সি আর মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow