সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে খোকসা মাঠ দিবস অনুষ্ঠিত
কম খরচ, অল্প সেচ এবং স্বল্প সময়ের ফসল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস কর্মসূচি পালিত হয়েছে।
১১'ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে দিবসটি পালন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবাদুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
মাঠ দিবসে উদ্দেশ্যে সম্পর্কে উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা জানান, চলতি বছর খোকসা উপজেলায় ১হাজার ১২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষের এ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে প্রতিটি ইউনিয়নে মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে আগামী মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
What's Your Reaction?