সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

মো: হাসমত উল্লাহ,লালমনিরহাট জেলা প্রতিনিধি
Jan 25, 2025 - 16:59
 0  4
সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ছেয়ে গেছে। চির সবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত। সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি। কৃষকরা ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তাদের ধানের জমির ফসল কাটা-মাড়াই করে বারি উদ্ভাবিত উফশীজাতের সরিষা বীজ মাঠে বুনছেন।

সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। চন্দ্রপুর,দলগ্রাম,চলবলা,কাকিনাসহ বিভিন্ন এলাকায় সরিষার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কালীগঞ্জ উপজেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সরিষার চাষ। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরেছে ভাগ্যের চাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ৮৫০জন কৃষক সরিষা চাষের জন্য বীজ ও সার পেয়েছেন। উৎপাদন   লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭১.৫ মেট্রিক টন । গত বছর যে সরিষার আবাদ হয়েছিল। কৃষি বিভাগের প্রণোদনা ও সরিষার তেলের উচ্চমূল্যের কারণে এ বছর কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।

কালীগঞ্জ উপজেলার সতীরপাড় গ্রামের কৃষক ইব্রাহিম আলী, জানান, তিনি এক বিঘা জমিতে সরিষা চাষ করে গত বছর সাড়ে সাত হাজার টাকা লাভ করেছেন। চলতি মৌসুমে তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এবং বাম্পার ফলনের আশা করছেন। দলগ্রামের এলাকার আরেক কৃষক জানান, এবার সরিষার ফলন ভালো হচ্ছে। এবার ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। শুধু আমাদের নয়, চারিদিকের ফলনও ভালো হয়েছে এবার। তবে একটু দাম পেলে এবার ভালো লাভ হবে।

উপজেলা কৃষি উপসহকারী হারুন অর রশিদ,আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, সরিষা ক্ষেত ঘুরতে এসে বলেন হলুদ ফুল দেখতে ভালো লাগে। তবে গতবারের চেয়ে এবার একটু বেশি ভালো লাগেছে। কৃষকরা ভালো বীজ সংরক্ষণ করে চাষ করলে ভালো ফলন হবে।তবে ভালো ফলন হওয়ায় আমাদের লক্ষ মাত্রা পুরন হবে আশা করছি।সরিষা ক্ষেত ঘুরতে এসে শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, খুব ভালো লাগছে। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। গত বছর বেড়াতে এসেছিলাম। গতবারের চেয়ে এবার একটু ভালো লাগলো।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,সরিষা ক্ষেত পরিদর্শন করতে এসে বলেন, এবার সরিষার চারা ভালোভাবে বেড়ে উঠছে, এ মৌসুমে তৈলবীজের বাম্পার ফলন হবে এবং কৃষকদের বেশি লাভ হবে। চলতি বছরে উপজেলায় সরিষা চাষ হয়েছে। লক্ষ মাত্রা পুরন হবে বলে আশা করছি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow