সাংগ্রাই পোয়ে সামনে রেখে আলীকদম জোনের নিরাপত্তা সভা অনুষ্ঠিত

আসন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব সাংগ্রাই পোয়ে উপলক্ষে শনিবার (১২ এপ্রিল) আলীকদম জোনের উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সভাটি জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার, আলীকদম থানার অফিসার ইন-চার্জ, বিভিন্ন কিয়াং ঘরের সভাপতি ও ভান্তেগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অতীত বছরের অভিজ্ঞতার আলোকে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নিরাপত্তা রক্ষার পাশাপাশি সম্প্রীতি বজায় রাখাও অত্যন্ত জরুরি।”
তিনি জানান, আলীকদম জোন ইতোমধ্যে সেনা টহল বৃদ্ধি করেছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করেন এবং সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ গোষ্ঠীকে কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় না দেন।
মেজর মোর্শেদ আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
সভা শেষে তিনি স্থানীয়দের সাধারণ সমস্যা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে শান্তি ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে প্রধান অতিথি সন্ত্রাস দমন ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
What's Your Reaction?






