সাংবাদিক বিধান মণ্ডলের বাবার ১২তম মৃত্যুবার্ষিকী

জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিধান মণ্ডলের বাবা স্বর্গীয় নগেন্দ্রনাথ মণ্ডলের ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ২০১৩ সালের ১৩ এপ্রিল, রবিবার সকাল ৬টায় ফরিদপুর ডায়াবেটিক সমিতি হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সালথার নিজ বাড়িতে স্বর্গীয় নগেন্দ্রনাথ মণ্ডলের আত্মার শান্তি কামনায় গীতাপাঠ ও সজাতি ভোজনের আয়োজন করা হয়।
সাংবাদিক বিধান মণ্ডল তাঁর পিতার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
What's Your Reaction?






